
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-এই শ্লোগানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন। মানববন্ধন শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আনোয়ারা মডেল একাডেমির সহকারী অধ্যক্ষ শাহেব আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বার্তা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক ও বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী। এসময় বক্তারা বলেন, বৃত্তি শুধু মাত্র আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখবে তাদের সাথে বৈষম্য হচ্ছে তখন তার মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করবে। যা জাতীয় শিক্ষা নীতির সাম্যের পরিপন্থী। বৃত্তি পরীক্ষা দেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করা বা একদেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু, এস,এ, রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস, এইস আর এস ইংলিশ মডেল একাডেমির পরিচালক আবুল হাসান, গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল, বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়া, জিকে কিন্ডারগার্টেনের শিক্ষক সরজিৎ রাজবংশী, নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জ্যোতির্ময় পাঠক প্রমুখ। এসময় উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, পরিচালক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।