
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
প্রান্তিক মানুষের দোরগোড়ায় ১৩টি ভূমি সেবা পৌঁছে দিতে ফরিদপুরে বোয়ালমারীতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে পৌরসদর বাজারের গোহাটা সংলগ্ন গোরস্থান রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, “প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে বোয়ালমারীতে পাইলট প্রকল্পের অধীনে দুইটি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। আজ প্রথমটি উদ্বোধন করা হলো। যদি এটি ফলপ্রসূ হয় তাহলে উপজেলায় বিভিন্ন বাজার বা তহশিল অফিস কেন্দ্রিক আরও সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ভূমি সেবা গ্রহীতারা হয়রানিমুক্তভাবে সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ সহায়তা কেন্দ্রে ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পাওয়া যাবে। এসময় সেবা সহায়তা কেন্দ্রের পরিচালক রবিউল ইসলামকে নির্ধারিত ফি এর বাইরে সেবা গ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা দাবি করলে বা নিলে তার লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।