Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতবোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান ইয়াবাসহ ৩ জুয়াড়ি আটক।

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান ইয়াবাসহ ৩ জুয়াড়ি আটক।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জোয়ার বোর্ড থেকে মাদক, নগদ অর্থসহ ৩ মাদক কারবারিকে আটক করছেন যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম পৌরসভার গুনবহায় অভিযান চালিয়ে এদের আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবাহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা(৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও তাসের জুয়ার বোর্ড বসিয়ে ব্যবসা করে বলে জানিয়েছেন অভিযানিক দল।এ সময় তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা বড়ি, ১১প্যাকেট তাস, ৩ টি মোবাইলসহ নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. শিমুল মোল্যা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা নাম্বার ৮।
সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন যৌথবাহিনীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সকলেই মাদক চক্র এবং জুয়ার সাথে জড়িত বলে স্বীকার করেছে। মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধারণের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আসামিদের বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: