Monday, December 15, 2025
Monday, December 15, 2025
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু।

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর সৌদি প্রবাসী। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের বাসিন্দা। বারো দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন। এ দুর্ঘটনায় তুহিন (২৩) নামে অপর একজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতেরা ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারীর পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর ব্রিজের নিকটে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি মহম্মদপুরের দিকে যাচ্ছিল। মহম্মদপুর ব্রিজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। তাদের সাথে সাথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আবু বক্করের মৃত্যু হয়। অপর আহত তুহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: