Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতবোয়ালমারীতে ৮ গরু চোর গ্রেপ্তার।

বোয়ালমারীতে ৮ গরু চোর গ্রেপ্তার।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে চুরির সময় ৮ গরু চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামে। আটককৃতরা হলো- উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের ফরিদ শেখের ছেলে আরিফ শেখ, একই গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে রিয়াজ মোল্যা, উজির মোল্যার ছেলে আল আমিন ও রোকমান মোল্যা, রাজু মোল্যার ছেলে আকাশ মোল্যা। এছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আকবর শেখের ছেলে সাদ্দাম শেখ, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে রোমান মিয়া এবং ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ভ্যান চালক আলতু খাঁ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেলাহাটি গ্রামের লোকমান শেখের ছেলে মুরাদ শেখের বাড়ি থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে ২ টি গরু চুরি করে বের হচ্ছিল সংঘবদ্ধ চোর দল। এসময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে শেকল ও তালা কাটা সরঞ্জাম, কাতানী ও শাবল উদ্ধার করা হয়। আটককৃত চোরদের গণধোলাই দিয়ে সকালে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
আটককৃত চোরদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকাল ৪ টার দিকে গৃহস্থ মুরাদ শেখের দায়েরকৃত গরু চুরির মামলা ৩৫৭, ৩৮০, ৪১১ ধারায় আটক দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মাদ গেলাম রসুল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: