Monday, November 10, 2025
Monday, November 10, 2025
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারী বার্তা মডেল একাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত।

বোয়ালমারী বার্তা মডেল একাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রামের ‘বার্তা মডেল একাডেমি’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মেলায় কুলি পিঠা, ম্যারা পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, মালপোয়াসহ ৩৩ প্রকারের পিঠার প্রদর্শন করা হয়। বাংলার গ্রামীণ পিঠার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দেশীয় সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাতেই এ পিঠা উৎসবের আয়োজন বলে আয়োজকেরা জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: