Friday, November 7, 2025
Friday, November 7, 2025
Homeরাজনীতিবোরহানউদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওয়ার্ড যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন।

বোরহানউদ্দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওয়ার্ড যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন।

এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধি:-

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সারাদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

‎শুক্রবার (৭ নভেম্বর) পবিত্র জুমার নামাজ শেষে পৌর সদস্য সচীব আবু জাফর মৃধার দিকনির্দেশনায় ৭ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা প্রথমে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে ধানের শীষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। পরে ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

‎কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন নেতাকর্মীরা।

‎পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জামাল আখন, সহসভাপতি বিল্লাল আখন ও আলমগীর সাঝি, সাধারণ সম্পাদক শামিম পালোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল সাজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম পাশা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক আল-আমীন মৌলভী, প্রচার সম্পাদক ফারুক চৌকিদার, সহপ্রচার সম্পাদক আলম আখন, দপ্তর সম্পাদক আলি আজগর, ক্রিয়া সম্পাদক মিজান আখন, কোষাধ্যক্ষ সজীব খান, নুর হোসেন, হান্নান আখন, সোহাগ ফকির, আল-আমীন কবিরাজ, মহসিন রুবেল প্রমুখ।

‎এ সময় উপস্থিত ছিলেন বিল্লাল মিঝি ও জামাল আখনসহ ওয়ার্ড ও পৌর যুবদলের নেতাকর্মীরা।সারাদিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালন করেছে পৌর ৭ নং ওয়ার্ড যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: