
সিলেটের ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা শুনলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। এসময় তিনি ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করে বলেন, আমরা দীর্ঘদিন পর ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ব্যবসায়ীরা হচ্ছেন নগরীর প্রাণ। আপনাদের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্ঠা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ব্যবসায়ীদের সাথে আলাপকালে আরোও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, লালদিঘীর পুরাতন হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, নতুন হকার্স মার্কেটের সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, লালদিঘীর পুরাতন হকার্স মার্কেট দোকান মালিক ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছোবহান, সহ-সভাপতি জব্বার আহমদ পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত জুবেদ, দপ্তর সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, প্রচার সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি