Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনব্যস্ত সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ অবস্থায় আকাশমণি গাছ: আতঙ্কে পশ্চিম খড়িবাড়িবাসী।

ব্যস্ত সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ অবস্থায় আকাশমণি গাছ: আতঙ্কে পশ্চিম খড়িবাড়িবাসী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ব্যস্ততম সড়ক ছোট বড় নানা ধরনের যানবাহনের চলাচল করতে হয় পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতেও ব্যবহার করতে হয় এই রাস্তা। কিন্তু এই সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একটি আকাশমণি গাছ, এই ঝুঁকিপূর্ণ বড় আকাশমণি গাছটি যেকোন সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

এমন ঝুঁকিপূর্ণ গাছ চোখে পড়বে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের রহমানগঞ্জ বাজারের ১০০ গজ পূর্বে পাশে এই আকাশমণি গাছটি রাস্তার উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সরকারি গাছ বলে তাই কেউ গাছ কাটার সাহস পাচ্ছে না। কিন্তু বিকল্প উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ এই গাছের নিচ দিয়েই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

এক পথচারী জানান, এই সড়ক দিয়ে অটোবাইক, পাগলু, নছিমন-করিমন, ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোসহ প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। সামান্য দমকা বাতাসেও ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। এক স্কুল ছাত্র বলেন, এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আসা করেন তারা এই গাছটি সরানো উচিত এটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের কর্মকর্তা কর্মচারীকে দাবি জানিয়েছেন, অবিলম্বে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ করে পথচারী ও যানবাহনচালকদের নিরাপত্তা নিশ্চিত করুক কর্তৃপক্ষ। নয়তো ভবিষ্যতে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিম খড়িবাড়ির সচেতন নাগরিকরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: