Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড ‎কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন।

ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড ‎কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন।

‎সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়।
‎এসময় প্রধান অতিথির বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের রেক্টর মোঃ কাওসার জাহান কয়সর বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, বিবিআইএস সবসময়ই শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে সহায়ক এমন ইতিবাচক কর্মসূচি আয়োজন করে আসছে।
‎প্রধান বক্তার বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। খেলাধুলার মাধ্যমে তারা যেমন সুস্থ শরীর গড়ে তুলবে, তেমনি সততা, সহনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা অর্জন করবে। এই ক্রীড়া সপ্তাহ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিবিআইএস এর পরিচালনা পর্ষদের পরিচালক মিসবাউল হক চৌধুরী।
১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ক্রীড়া সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিবিআইএস এর চিফ অব অ্যাকাউন্টস ও উপদেষ্টা মুহতাসিমা কাওসার, চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল-নাহিয়ান, সিনিয়র শিক্ষিকা নাহিদা আক্তার, সিনিয়র শিক্ষক বিজিত দেব রায়, বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর আহ্বায়ক সৈয়দ মেহদী মাহবুব, সহ আহ্বায়ক বাবুল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
‎শিক্ষিকা হালিমা খানম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক আলাউর রহমান। পরে শিক্ষার্থী পার্থ দেব, আবিয়ান হোসেইন রিয়ান (গত বছরের টপ স্প্রীন্টার), নাওয়াফ চৌধুরী প্রমূখ মশাল প্রজ্জ্বলন ও পুরো মাঠ প্রদক্ষিণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এবারের বার্ষিক ক্রীড়া সপ্তাহের সকল খেলা ১৩টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের মনোগ্রাম বহনকারী মশাল মিছিলের পেছনে পেছনে শিক্ষার্থীরা মাঠ প্রদক্ষিণ করলে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: