
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সচেতন ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ খান।
বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনের সময় প্রার্থীদের কাছ থেকে উপহার নেওয়া বা ব্যক্তিগত আবদার করাটা রাজনীতিকে দুর্নীতির পথে ঠেলে দেয়। আপনার একটি ভোটের মূল্য অনেক। সৎ, যোগ্য ও জনসেবায় আগ্রহী প্রার্থীকে ভোট দিন, যারা ক্ষমতাকে নয়, দায়িত্বকে গুরুত্ব দেয়।”
তিনি আরও বলেন,“ভোট পাওয়ার শর্তে যদি প্রার্থীরা অর্থ ব্যয় করেন, তাহলে নির্বাচিত হয়ে তারা তা উঠিয়ে নিতে বাধ্য হন — ফলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি তৈরি হয়। আর তখন আমরা তাদের জবাবদিহির আওতায় আনতে পারি না।”
এসময় তিনি জনগণকে আহ্বান জানান, “এসো বদলাই — এমন একজনকে ভোট দিই, যিনি সৎ, দায়িত্ববান, উন্নয়নমুখী এবং জনমানুষের প্রতিনিধি হয়ে কথা বলবেন সংসদে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা।