আবু মাহাজ, ভোলা।
ভোলার লালমোহনে ৯ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণজোন। রবিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশান্স লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক প্রেসব্রিফিংয়ে জানান, সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণজোন লালমোহন উপজেলার গজারিয়ার খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে অভিযান পরিচালনা করে । অভিযানে উক্ত এলাকা থেকে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৯ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ ট্রলিং বোট জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করে মেরিন কোর্টে মামলা করা হয়।
তিনি আরো বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরূপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।