Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনমনোহরদীতে খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান।

মনোহরদীতে খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ২০২৫ সালের গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীনকে কলেজের পক্ষ থেকে এক মনোমুগ্ধকর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার(১২ অক্টোবর)সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা গ্রহণ শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দীন কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সকলের সহযোগিতায় কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অধ্যক্ষ নাজিম উদ্দীনের দীর্ঘ শিক্ষাজীবন,নিষ্ঠা ও নেতৃত্ব
গুণের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: