Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeবিশেষ প্রতিবেদনমনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাড়িতে আগুন দেয় ছেলে।

মনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাড়িতে আগুন দেয় ছেলে।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন ধরিয়ে দেয় মাদকাসক্ত ছেলে। সুজুকি গাড়ি কিনে না দেওয়ায় জুনায়েদ (১৬) নামে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ে ছাই পোল্ট্রিফার্ম , রান্না ঘর এবং বসত বাড়ীর একটি ঘর।

রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুরনো মোটর সাইকেল থাকা সত্বেও একটি নতুন মোটর সাইকেল কিনে দেয়ার দাবীতে মাদকাসক্ত ছেলে নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।জুনায়েদ ওই এলাকার সৈয়দ মো. কামালের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,কিছুদিন ধরে জুনায়েদ তার বাবাকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। সামর্থ্য না থাকার কারণে নতুন গাড়ি কিনে দিতে রাজি হয়নি তার বাবা। যার কারণে বাবার সঙ্গে রাগ করে রবিবার রাতে বাড়ি ফাঁকা পেয়ে ঘরে আগুন লাগিয়ে দেয় জুনায়েদ।আগুনের সংবাদ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে।এসময় স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে একটি ৩০ হাত লম্বা পোল্ট্রি খামারের শেড,রান্না ঘর এবং বসত ঘরের কিছু অংশ পুড়ে যায়।এ বিষয়ে জুনায়েদের বাবা কামাল জানান,আগেই আমাদের একটি হোন্ডা শাইন পুরাতন গাড়ি আছে।এ গাড়ি প্রায়ই সে চালাত।তার পরেও নতুন আরেকটি সুজুকি গাড়ি কিনে দিতে আমাকে চাপ দিচ্ছিল।সামর্থ্য না থাকার কারণে গাড়ি কিনে দিতে আমি অস্বীকার করি।এতে ক্ষিপ্ত হয়ে সে ঘরে আগুন দেয়।আগুনে ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন,মোটরসাইকেল কিনে দিতে ছেলে বাবাকে চাপ দিচ্ছিল।কিনে না দেওয়ায় ঘরে আগুন দেয় ছেলে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: