Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeসম্পাদকীয়মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোবারক সাধারণ সম্পাদক সেলিম।

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোবারক সাধারণ সম্পাদক সেলিম।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

নরসিংদী মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোবারক হোসেন নাদিম ও সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা কে কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলা রোডে আসমত আলী ভবনের নিচ তলায় উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি,মোঃ মোবারক হোসেন নাদিম,
সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃতাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশনের প্রতিনিধি খন্দকার সেলিম রেজা।নবগঠিত কমিটির অন্যান্য সম্পাদকরা হলেন,যুগ্ম সাধারণ সম্পাদক-দৈনিক নব যুগান্তর প্রতিদিনের প্রতিনিধি মোঃমনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি,র প্রতিনিধি মোঃঅলি উল্লাহ্,
কোষাধ্যক্ষ নব যুগান্তরের প্রতিনিধি মোঃসোলেমান গাজী,ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশনের প্রতিনিধি মাওলানা এমরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃহিমেল মিয়া,দৈনিক নব যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ রুবেল ভূঁইয়া।মোট ২১ জন সদস্য নিয়ে গঠিত এ কমিটিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মোবারক হোসেন নাদিম বলেন,“আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: