Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিমরহুম আশরাফ উদ্দিন জুয়েলের ১৮তম মৃত্যুবার্ষিকী।

মরহুম আশরাফ উদ্দিন জুয়েলের ১৮তম মৃত্যুবার্ষিকী।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম আশরাফ উদ্দিন জুয়েলের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জুলাই) বাদ জোহর নগরীর শাহী ঈদগাহ হাজী গাজী শাহ মিরাজী (রহ.) মাজার মসজিদে আশরাফ উদ্দিন জুয়েলের রুহের মাগফিরাত কামনা পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ২০১৮ সালের নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইশতিয়ার আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর আশরাফ ইমন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওলিঊর রহমান ড্যানি, জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহ সাইদুর রহমান হীরু, শোয়েব বখত চৌধুরী, জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, বিমান বন্দর থানা বিএনপির সারোয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সভাপতি জুবের আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, জামাল আহমদ খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম আশরাফ উদ্দিন জুয়েল বিএনপির একজন দলের নিবেদিত প্রাণ নেতা ছিলেন। কর্মী বান্ধব নেতা হিসেবে আজ দলের নেতাকর্মীদের মনে স্থান করে আছেন। তার মেধা ও সাংগঠনিক দক্ষতা দলকে অনেক এগিয়ে নিয়েছে। তার রাজনৈতিক কর্ম দক্ষার কারণে আজও দলের কর্মীরা প্রত্যেক মৃত্যুবাষির্কীতে তাঁকে স্মরণ করেন নানা আয়োজনে। দোয়া মাহফিলে মরহুম আশরাফ উদ্দিন জুয়েলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাজী গাজী শাহ মিরাজী (রহ.) মাজার মসজিদে ইমাম ও খতিব আব্দুর রহমান আমীন।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: