
৬ আগস্টের বিজয় র্যালী
সর্বাত্মকভাবে সফলের আহবান।
সিলেট মহানগর বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিনিউটি সেন্টারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে ৬ই আগস্টের বিজয় র্যালিকে সফল করতে সবাইকে প্রস্তুতি গ্রহণের আহবান জানানো হয়। সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের স্মারক হিসেবে ৬ আগস্টের বিজয় র্যালিকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। এজন্য দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা আরোও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে এই র্যালির গুরুত্ব অপরিসীম। তাই ৬ই আগস্ট র্যালিকে ঐি তহাসিক করে তুলতে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
সদস্য ফরম বিতরণ নিয়ে বক্তারা বলেন, এই কার্যক্রমে যেন কোনো প্রকার গ্রুপিং বা স্বজনপ্রীতির সুযোগ না থাকে। ত্যাগী, আদর্শবান ও মাঠের কর্মীদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে সদস্য গ্রহণ করতে হবে। পাশাপাশি দলকে শক্তিশালী ও সংগঠিত করতে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের উপর জোর দিয়ে কাজ করতে আহবান জানান নেতৃবৃন্দ।
সভায় আরোও বক্তব্যে ও উপস্থিত ছিলেন রাখেন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাদিকুর রহমান সাদিক, নিগার সুলতানা ডেইজী, ডা. আশরাল আলী, আফজল হোসেন, রহিল মল্লিক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলয়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, ফাতেমা জামান রুজি, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, মোগলবাজার থানা বিএনপির আহবায়ক আবুল হাসনাত, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকামানুজ্জামান, ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জোনাক, সহ-প্রকাশনা সম্পাদক খোরশেদ আহমদ খুশু, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল আহমদ, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক রুখন ইসলাম, সহ কৃষি বিষয়খ সম্পাদক রাজিশ কুমার দে, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ইকবাল কামাল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, নির্বাহী সদস্য রানা মিয়া, খালেক আহমদ, সাইফুল ইসলাম, নুরুল হক রাজু, মতিউর রহমান শিমুল, ইফতেখার আহমদ পাবেল, শহিদুর রহমান সানি, রিয়াজ আহমদ সুমন, নুরুল ইসলাম লিমন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, জাকির হোসেন পারভেজ, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আসমা আলম, সহ-সভাপতি তানিয়া রহমান, ৩২নং ওয়ার্ডের আহবায়ক আমিনুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডের আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি