জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) মানবজাতির মুক্তির দিশারী। তাঁর জীবনদর্শন আমাদের জন্য চিরন্তন পথনির্দেশক। তিনি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির যে শিক্ষা দিয়ে গেছেন তা যুগে যুগে অন্ধকার দূর করে আলো ছড়িয়েছে। আজকের সমাজে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করতে হলে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ (সঃ)-এর আদর্শকে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) উপলক্ষ্যে সীরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক ও তারবিয়াহ এডুকেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া পারসোনালিটি প্রফেসর শায়খ ড. মোখতার আহমাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পরিচালক ও শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ তারেক আজাদ।
প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর শায়খ ড. মোখতার আহমাদ বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শে রয়েছে সত্য, ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা। বর্তমান সময়ে সমাজে মানবিক মূল্যবোধ চর্চা, সৎ চরিত্র গঠন ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রদর্শনের জন্য রাসূলুল্লাহ (সঃ)-এর সীরাত অনুসরণ করা অত্যন্ত জরুরি।
ডা. আব্দুর রাজ্জাক আল মাছুমের পরিচালনায় ও কলেজের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সীরাত কনফারেন্সের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক সোহেল। অনুষ্ঠানে সিরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রধান আলোচক প্রফেসর শায়খ ড. মোখতার আহমাদকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সৈয়দ রাগীব আলী। বিজ্ঞপ্তি