Sunday, January 18, 2026
Sunday, January 18, 2026
Homeরাজনীতিমহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শ আমাদের ধারণ করতে হবে: খন্দকার মুক্তাদির।

মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শ আমাদের ধারণ করতে হবে: খন্দকার মুক্তাদির।

দেশনেত্রী মাগফেরাত কামনায় বদরুজ্জামান সেলিমের দোয়া মাহফিল।

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শই আমাদের ধারণ করতে হবে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা এ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন আদর্শের প্রতীক। দেশ ও জাতির ক্রান্তিকালে তিনি কখনো মাথানত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিমের উদ্যোগে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন জেনারেলের শান্ত সুবোধ ঘরণী থেকে এক অদম্য নেত্রীতে পরিণত হননি, বরং তিনি হয়ে উঠেছিলেন শোষিত মানুষের একমাত্র ভরসা। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি আপস করেননি। আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকুতোভয় প্রাচীর। আজ যখন তিনি না ফেরার দেশে চলে গেলেন, তখন জাতি এক মমতাময়ী দেশপ্রেমিক অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারালো। তার করা ভবিষ্যদ্বাণী আজ সত্য প্রমাণিত হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের ঠাঁই হয়েছে। তিনি বলেন, তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপসহীনতার এক উজ্জ্বলতম উপমা এবং আধিপত্যবাদ বিরোধী লড়াকু নেত্রী হিসেবে। মহান রাব্বুল আল-আমি প্রিয়নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
দোয়া পরিচালনা করেন শাহ মির (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান।
বদরুজ্জামান সেলিমের পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুনিম, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: