Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeবিশেষ প্রতিবেদনমেধাবী শিক্ষার্থীর ভর্তির জন্য নগদ অর্থ প্রদান করলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা

মেধাবী শিক্ষার্থীর ভর্তির জন্য নগদ অর্থ প্রদান করলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে চুড়ান্ত ভর্তি হতে না পারা নীলফামারীর ডিমলা উপজেলার শিক্ষার্থী প্রমিজ বাবুর পাশে দাঁড়িয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার( ১৬ জুলাই ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান নিজ কার্যালয়ে ডেকে ওই শিক্ষার্থীর ভর্তির জন্য নগদ অর্থ প্রদান করেন। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে সার্বিক সহায়তারও আশ্বাস দেন ইউএনও।

উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া এলাকার দিনমজুর রশিদুল ইসলাম ও রিনা বেগমের ছেলে অদম্য মেধাবী শিক্ষার্থী প্রমিস ৫ম শ্রেণিতে জিপিএ-৫, অষ্টম শ্রেণিতে জিপিএ-৫, এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৫০ অর্জন করে। তবে টাকার কাছে হার মানছে প্রমিজের স্বপ্ন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতির মাধ্যমে মেধাতালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও টাকার অভাবে চুড়ান্ত ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে প্রমিজের।

জানা গেছে, স্কুলজীবন থেকেই আর্থিক অনটন ছিল প্রমিজের পরিবারের। তবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। ভর্তির সুযোগ পেলেও টাকার সেই অভাব ঘিরে ধরে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে প্রমি্জের পাশে আর্থিক সহযোগিতা দিলেন ইউএনও।

এ বিষয়ে মেধাবী শিক্ষার্থী প্রমিজ বলেন, ইউএনও স্যার যে আমার পাশে এসে দাঁড়াবে কল্পনাও করতে পারছি না। এখন আমি সহজেই আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারব। এজন্য আমি সকলের কাছে দোয়া চাই। এ বিষয়ে ইউএনও ইমরানুজ্জামান বলেন, মেধাবী ছাত্র প্রমিজকে সহযোগিতা করা হয়েছে যাতে সে তার শিক্ষাজীবন ভালোভাবে চালিয়ে যেতে পারে। তিনি জানান, তার পড়াশোনার জন্য ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: