Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeআইন আদালতমৌলভীবাজার জেলা পুলিশের বর্ণাঢ্য ফল উৎসব আয়োজন।

মৌলভীবাজার জেলা পুলিশের বর্ণাঢ্য ফল উৎসব আয়োজন।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক।

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে এক মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত হয় এই ব্যতিক্রমী উৎসব, যেখানে দেশি-বিদেশি নানা রকমের রসালো মৌসুমী ফলের সমাহার ছিল চোখে পড়ার মতো।

উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, পেঁপে, তরমুজ, লটকনসহ বিভিন্ন মৌসুমী ফলের স্টল বসানো হয়। এছাড়াও ছিল দই-চিড়া, ফলের জুস, চটপটি-ফুসকা, ঝালমুড়ি এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি ভর্তার বিশেষ আয়োজন, যা উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ খাদেম উল কায়েস,
সিলেট আরআরএফ এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ হুমায়ুন কবীর, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব মোঃ ইসরাইল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ডিআইজি মহোদয় জেলা পুলিশকে এ ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “পুলিশ সবসময় উদ্ভাবনী ও মানসিক প্রশান্তি বাড়ানো এমন আয়োজনকে সমর্থন করে। এধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের একঘেয়েমি দূর করে, মনোবল বৃদ্ধি করে।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন জায়গায় ফল মেলার আয়োজন দেখা যায়, তবে এখানে যেভাবে ফল দিয়ে ডেকোরেশন এবং স্টল নির্মাণ করা হয়েছে, তা অত্যন্ত চমৎকার ও সৃজনশীল।”

ফল উৎসব উপলক্ষে পুরো ড্রিল সেড এবং তার আশপাশ ফলজ গাছ ও বাহারি ফল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ, আনন্দ এবং পারিবারিক বন্ধনের এক অনন্য উপলক্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

এই আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: