Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeআইন আদালতমৌলভীবাজার পুলিশ লাইন্স জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠান।

মৌলভীবাজার পুলিশ লাইন্স জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠান।

গোবিন্দ মল্লিক
মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার (১৭ এপ্রিল/ ২০২৫ খ্রি.) সকাল ০৯.০০ ঘটিকায়।

এসময় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা মহোদয়।

পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে সভায় আলোচনা করা হয়।
মাননীয় পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় মাসিক কল্যাণ সভায় ২০২৫ মার্চ মাসের
পুলিশ সুপার মহোদয় অর্থ পুরস্কার তুলে দেন
পারফরমেন্স মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেনঃ
শ্রেষ্ঠ থানাঃ জনাব মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা।

শ্রেষ্ঠ এসআই : অলক বিহারী গুণ, এসআই (নিঃ), শ্রীমঙ্গল থানা।

এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মৌলভীবাজার সদর মডেল থানা বিশেষ পুরস্কার লাভ করে।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মো: কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল আহমেদসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং তাদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: