
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবতী হরিণছড়া চা বাগানে ৪ তরুণের মৃত্যু হয়েছে, গত গত ৯জুলাই বৃহস্পতিবার সকালে।
শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবতী হরিণছড়া চা বাগানে সেপটি ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
জানাজায় বৃহস্পতিবার সকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোন টি একটা পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। তিন বন্ধুকে সাথে নিয়ে গর্ত থেকে মোবাইল টি তুলতে যান রানা নায়েক (১৭)।
গর্তের নিচে নামার পর সে অচেতন হয়ে যায়, আর উপরে উঠতে পারেননি।
বন্ধু শ্রাবন নায়েক (১৯) ভেবেছিলো সে পড়ে গেছে, বা অসুস্থ হয়ে গেছে। তাই উদ্ধার করতে গিয়ে সে ও নিচে নামে, সে নিচে নামার পর তারও একি পরিনতি ঘটে, এরকম একেক করে কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নিচে নামে আর ফিরে আসেনি কেউ, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মুহূর্তে ৪ জন যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে ও একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে শোকের সুখের ছোঁয়া ।