
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গোবিন্দ মল্লিক।
মৌলভীবাজার সদর থানাধীন আমতৈল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর লামা জগৎসী এলাকার সঞ্জয় কান্তি পাল (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন গত ১৩ জুলাই,বিভিন্ন ভাবে তার খোঁজ করে কোনো সন্ধান না পাওয়ায় মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, রবিবার (১৩ জুলাই ) সকাল ৬টা ৩০ মিনিটের সময় লামা জগৎসী নিজ গ্রামের রাস্তায় হাটতে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় নি ।পরবর্তীতে অনেক খোঁজাখোঁজি করে ও তার সন্ধান পাওয়া যায় নি। এসময় তার পড়নে সাদা রঙেন ফুল হাতা টি শার্ট ও কালো রঙের ফুলপ্যান্ট ছিল। তাঁর গায়ের রঙ শ্যামলা এবং মুখ লম্বাটে। তার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, শারীরিক গঠন হালকা।
নিখোঁজ সঞ্জয় কান্তি পাল এর ভাই সুদীপ পাল বলেন আমার ভাই সকালে রাস্তায় হাঁটতে যায় এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে না আসায় আশপাশের বাড়ি ও এলাকায় ও আত্মীয়-স্বজন সব দিকে খোঁজাখুঁজি করা হয়। গভীর রাত পর্যন্ত সকল আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এখনো সম্ভাব্য সকল পরিচিতদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে তাঁর খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় ১৩ জুলাই রবিবার মৌলভীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯৯) করা হয়েছে বলেও তিনি জানান।
নিখোঁজ সঞ্জয় কান্তি পাল এর সন্ধান জানাতে ০১৭৮৫-৪১৭৪৭৭ এই নম্বরে অথবা মৌলভীবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পরিবারের লোকজন।