Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিযুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা ।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে কাজ করে। তাই আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, ঐক্যই হোক শক্তি। দলের প্রতি মমত্ববোধ রেখে আমরা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করব এবং ইনশাআল্লাহ তারেক রহমানকে প্রতিটি আসন উপহার দেব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু ও রিয়াজুল ইসলাম কালু প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা একটি র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: