Monday, December 15, 2025
Monday, December 15, 2025
Homeসারা বাংলারংপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হিসেবে যোগদান করলেন ডিমলার নিশাত...

রংপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হিসেবে যোগদান করলেন ডিমলার নিশাত মনি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

রংপুর জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ বিচারক হিসেবে যোগদান করলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার নিশাত মনি।

জানা যায়, নিশাত মনির জন্ম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে, নিশাত মনি ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রংপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়। এ বিষয়ে নিশাত মনি বলেন, এই সাফল্যে নিজেকে অনেক ভারমুক্ত লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘ পরিশ্রম ও আত্মত্যাগের পর এই অর্জন আমার জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলোর একটি। বাবা-মায়ের হাসিমুখের কারণ হতে পেরেছি এর বেশি জীবনে কিছু চাইনি।

নিশাত মনি আরও বলেন, বিচারক হওয়ার স্বপ্ন শুরু থেকে ছিল না আমার, আমি ঢাবির আইন বিভাগে পড়তে চেয়েছিলাম এবং আইন নিয়ে কাজ করতে চেয়েছি। এক্ষেত্রে আইনজীবী হিসেবে কাজ করার বিকল্প কিছু দেখতাম না। কিন্তু একজন নারী হিসেবে, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আইনজীবী পেশায় অনেক বাধা এবং চ্যালেঞ্জিং মনে হওয়ায় আমি বিচারক হতে চেয়েছি। আমার বিচারক হওয়ার একক কোন স্বপ্নদ্রষ্টা নেই। মূলত উচ্চ আদালতের বিজ্ঞ আইনজীবীদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং বিচারপতিদের অনবদ্য রায় পড়ে আইনের প্রতি ভালোবাসা জন্মায়। এবং নিশাত মনি আরও বলেন, আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে সর্বতোভাবে সাহায্য করেছেন তাই বিচারক হওয়ার পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি, এবং সবাই আমার জন্য দোয়া ও প্রার্থনা করবেন যেন সারাজীবন সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি। উল্লেখ্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৭তম (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয় নিশাত মনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: