সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তিপুর গ্রামে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে হঠাৎ টর্নেডো, ঘূর্ণিঝড়ের বাতাসে অন্তত ৬-৭টি বাড়ির টিন, চালা ও গাছপালা উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের মতে, ঝড়টি আচমকা শুরু হয় এবং অনেকটা ‘হাতির সুর নামা’র মতো শব্দ করে চারপাশ লন্ডভন্ড করে দেয় এসময় রাস্তায় গাছ পড়ে যায় । এতে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনে ইউপি সদস্য পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত চলছে। ইউএনও শাফিউল মাজলুবিন রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।