Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeসারা বাংলারাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি অর্থবছরে গ্রীষ্মকালীন মুগ ও উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে
কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রুপম চন্দ্র মহন্ত, উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচিতে ২২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: