Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিরাণীশংকৈলে ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত।

রাণীশংকৈলে ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত।

সুজন আলী,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই)। পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাব্বি হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েশ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রেজুয়ানুল হক রেজু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সুমন ইসলাম, দপ্তর সম্পাদক, ইমরান মাহমুদ ইমি, জেলা ছাত্রদল নেতা আবু সাঈদ, জাহিদ হাসান মিঠু ও রিপন ইসলাম বাবু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু, জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদল নেতা আওলাদ হোসেন, মোমিন হোসেন, মুক্তারুর ইসলাম মুক্তার ও আনসারুল ইসলাম আনসার, ছাত্রদল নেতা মোঃ মিঠু প্রমুখ।

এছাড়া বর্ধিত সভায় উপজেলা ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: