Friday, December 19, 2025
Friday, December 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৭।

রাণীশংকৈলে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৭।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া বাঁশবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংঘটিত এ ঘটনায় অন্তত ৭ জন আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কবির হোসেন সাংবাদিকদের জানান, তাদের মালিকানাধীন বারোঘড়িয়া বাঁশবাড়ি এলাকার ৬৩ শতাংশ জমিতে গম রোপণ করতে গেলে প্রতিপক্ষের আনিস হোসেন, আলিম হোসেন, শফি ইসলাম, সুজাউল ইসলাম ও রফিকুলসহ আরও ১৫–২০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সংঘর্ষে আমরা ৭ জন মারাত্মকভাবে আহত হই আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আহতদের চিকিৎসার জন্য রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—সজল রানা (২৬), কবির হোসেন (৪৫), জমির উদ্দিন (৬৫), সোহাগ হোসেন (২৫), ইয়াকুব আলী (৫৭), রিপন আলী (৩০) ও আজগর আলী (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মারামারিতে ৭ জন আহত হওয়ার তথ্য পেয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: