Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে পল্লী বিদ্যুতের খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু গুরুতর আহত।

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু গুরুতর আহত।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটির টানায় বৈদ্যুতিক শক লেগে ৫ শিশু গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুটি শিশুর শরীরের কিছু অংশ পুড়ে যায়। শনিবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহত শিশুদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন— হাটগাঁও এলাকার ফারুক হোসেনের ছেলে নিরব (১২), শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)।

স্থানীয়রা জানান, এদিন সকালে ছুটির দিনে শিশুরা বাড়ির পাশে জঙ্গল বিলাস মাঠে ছাগল বাঁধতে যায়। ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা পাশ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পেলে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। খুঁটির কাছে গেলে খুঁটির সঙ্গে যুক্ত অ্যালুমিনিয়াম তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শিশু বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

ওই এলাকার বাসিন্দা হানিফ হোসেন বলেন, পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা বহুবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজ তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ কবির জানান, আজ সকালে হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরবর্তীতে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক।”
তবে পল্লী বিদ্যুতের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক জানান এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । আগামী ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি বিষয়টি সম্পর্কে জানাবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: