Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার।

রাণীশংকৈলে পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার।

সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি পুকুর থেকে জেসমিন আকতার জেসি (২৪) নামে এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে মীরডাঙ্গী–গাজির হাট পাকা সড়কের পাঁচপীর কবরস্থান সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই যুবতী উপজেলার ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেসমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন, পরে পরিবারের লোকজন খুঁজে এনে তাকে বাড়িতে ফিরিয়ে আনতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে পথচারীরা পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: