Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিরাণীশংকৈলে বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

রাণীশংকৈলে বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

“সবার আগে বাংলাদেশ” — এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয় পৌর শহরের পিপুলতলা দুর্গা মন্দির ও প্রগতি ক্লাব চত্বর থেকে কর্মীরা শহরের বিভিন্ন পুজা মণ্ডপ, রাস্তার ধারে ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মুনিরা বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতা দুলাল হোসেন, জিম হক, মুসাব ইবনে মাজেদ, লেমন, শাওয়াল, ,, সাকিব, জাহিদ, আলম, পারভেজ, নয়ন, সেলিম পারভেজ জীবন, মাসুম, সাব্বির, পান্নাসহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: