Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ।

রাণীশংকৈলে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৪০জন ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ২০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অফিস চত্বরে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
প্রধান অতিথি ইউএনও তিনি তার বক্তব্যে সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ চেক প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পরে ক্ষুদ্র নৃগোষ্ঠির ১৫টি পরিবার ও ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার ৭’শ ৫০ টাকা এবং ৪০ জন চিকিৎসাধীন প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহীতা উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: