Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeসারা বাংলারাণীশংকৈলে যুব ঐক্যের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

রাণীশংকৈলে যুব ঐক্যের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যুব ঐক্যের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১৭ জানুয়ারি) বিকাল ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল যুব ঐক্য কার্যালয় চত্বরে দুই শতাধিক শীতার্ত অসহায় ছিন্নমূল নারী-পুরুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি আকতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা যুবদল সভাপতি প্রার্থী কায়েদুল ইসলাম,পৌর যুবদল সভাপতি প্রার্থী ফারুক হোসেন, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.লিটন প্রমুখ। এছাড়াও রাণীশংকৈল যুব ঐক্যের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্ত উপকারভোগীরা শীত বস্ত্র পেয়ে যুব ঐক্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: