সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে কৃষ্ণ শীল (নাপিত) (৫৫) নামে এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ভান্ডারা এলাকার রংপুরিয়া মার্কেট সংলগ্ন এলাকায় মেজর নাঈমের নেতৃত্বে কৃষ্ণ শীলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি, একটি হাসুয়া সহ মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান জানান, মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ শীলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সাজা দেওয়া হয়েছে।