Saturday, December 13, 2025
Saturday, December 13, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের দাফন সম্পন্ন।

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের দাফন সম্পন্ন।

সুজন আলী রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ভান্ডারা নিবাসি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ চিকিৎসক আলহাজ্ব হামিদুর রহমান (৮৩) গতকাল ৮ জুন রবিবার বিকেল ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে
রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজে মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। মৃতুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
গার্ড অব অনারে উপজেলা,পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ওই মাঠেই জানাজা শেষে পৌর শহরের পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: