
সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি:
শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফায়ার সার্ভিস রোড সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমান। তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা গঠন এবং পড়াশোনায় অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল দীর্ঘ আট বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাবেশে পরিচালক মিজানুর রহমান আরও জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তুলতে শিগগিরই আল-হিকমাহ্ এনলাইটেন্ড ড্রিমার ক্যাডেট কোচিং চালু করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কোচিং সেন্টার শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় সাফল্যের দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



