Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিরাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি, ৭৯টি মামলা খেয়েছি। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। এসব বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে থেকেছেন। এজন্যই সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু,”—এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল আনোয়ার আহাম্মদ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৬-১৭ বছরে দেখেছি, এমপি হয়ে কেউ কেউ চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। আমার বেলায় এমনটি হবেনা।”

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, ঈসা, পৌর যুবদল নেতা আক্তার হোসেন, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: