সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোবারক আলীর মা তৈয়বা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৭ জুলাই) ভোর ৫টায় উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তৈয়বা খাতুন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ সোমবার সকাল ১১ টায় উপজেলার এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।