Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeআইন আদালতরাণীশংকৈলে ১১ কেজি ওজনের বিরল কচ্ছপ উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

রাণীশংকৈলে ১১ কেজি ওজনের বিরল কচ্ছপ উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যারই এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে নিমাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। নিমাই চন্দ্র ওই এলাকার মৃত গণেশ চন্দ্রের ছেলে।

অভিযানে তার কাছে থাকা ১১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাফিউল মাজলুবিন রহমান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধার হওয়া কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ।

এ বিষয়ে বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: