
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, পেঁয়াজ ও চিনাবাদামের আবাদ বৃদ্ধি করতে ১১ হাজার ৫০০ জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীজ খাদিজা বেগম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ, এনসিপি নেতা মোকাররম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, “কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ তাদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ যোগাবে এবং ফসলের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও সচল ও শক্তিশালী করে তুলবে।


