সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈলের কৃতি সন্তান ব্যারিস্টার রোকন স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাজ্যের লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি (বার-অ্যাট-ল) অর্জন করেন। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের আইনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি এ এলাকার সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এলাকার উন্নয়ন ও আমার কর্মকাণ্ড তুলে ধরতে আপনাদের সহযোগিতা কামনা করছি।”
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী। বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক কালবেলা)। উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মাহাবুব আলম (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী (সমতল), সদস্য কুসমত আলী (দৈনিক তিস্তা), রফিকুল ইসলাম সুজন (এনটিভি), মাসুদ রানা লেমন (সকালের সময়), জাহাঙ্গীর আলম (আমার সংবাদ), খালেদ মাহমুদ সুজন (জবাবদিহি), আবু জাফর (বাংলাদেশ সমাচার), আব্দুর জব্বার (চ্যানেল ২১), তাহেরুল ইসলাম (রূপালী বাংলাদেশ), রাকিব ফেরদৌস (আমার বার্তা) প্রমুখ।