
সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন এর সাংবাদিকদের সাথে রাণীশংকৈল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী
মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌর শহরের চাঁদনী সিনেমা হল সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতেই নবাগত ওসি আমানুল্লাহ আল বারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা পরে প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদ্য যোগদানপ্রাপ্ত ওসি আমানুল্লাহ আল বারী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব আলম, এনটিভি অনলাইন প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, দৈনিক সমতল প্রতিনিধি সোহরাব আলী, দৈনিক সোনালী কন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম,সকালের সময় প্রতিনিধি লেমন সরকার, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুজন আলী, বাংলাদেশ সমাচার প্রতিনিধি, আবু জাফর প্রমুখ ।
নবাগত ওসি তার বক্তব্যে বলেন মাদক নির্মূল, সন্ত্রাসী, চাঁদাবাজ চিরতরে ধংস করতে অপরাধমুক্ত করতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন ও উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।



