
নূরুল হুদা বলেন, নির্বাচনের আগেই গোয়েন্দা সংস্থা মাঠ দখলে নেয় এবং সরকারের অনুগত পুলিশ, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে। বিষয়টি জানতে পেরে আমি বুঝতে পারি, সব শেষ হয়ে গেছে।
২০১৮ সালের ভোট কারচুপির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করেছিল, এখানে নির্বাচন কমিশনের কিছু করার ছিল না।
সিইসির এই স্বীকারোক্তি আদালতে রেকর্ড করা হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার।