Wednesday, August 13, 2025
Wednesday, August 13, 2025
Homeরাজনীতিরায়হানের মায়ের চোখের জল মুছতে পলাতক আকবরকে ধরুন: ইমদাদ চৌধুরী।

রায়হানের মায়ের চোখের জল মুছতে পলাতক আকবরকে ধরুন: ইমদাদ চৌধুরী।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরকে জামিনে মুক্তি সিলেটবাসীকে গভীরভাবে হতাশ করেছে। তিনি বলেন, পুলিশ হেফাজত মানুষের ভরসাস্থল হওয়ার কথা, কিন্তু সেই হেফাজতেই যদি নির্দোষ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, তাহলে জনগণ কোথায় ন্যায়বিচার খুঁজবে? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রায়হান হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, এটি পুরো সিলেটের সম্মান ও নিরাপত্তাবোধের ওপর নির্মম আঘাত। প্রশাসন যদি সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করে, তবে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আদালতে এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রায়হানের মা যাতে সঠিক বিচার পান, সেটি নিশ্চিত করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসন ও বিচার ব্যবস্থা ব্যর্থ হয়, তবে পুরো সিলেটবাসী রায়হানের মায়ের পাশে দাঁড়িয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

তিনি বুধবার (১৩ আগস্ট) সিলেটে পুলিশ হেফাজতে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রায়হানের মাতা সালমা বেগমকে সান্ত্বনা দেওয়ার সময় এসব কথা বলেন।
এসময় উপস্থিত অন্যান্যের মধ্যে ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, আবুল কালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ যুগ্ম বিষয়ক সম্পাদক রুবেল বক্স, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল বকস, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, সদস্য ছানাউল হক ছানা, সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামীম রেজা, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আব্দুর রকিব, মহানগর বিএনপির সদস্য সুমন আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাব্বির আহমদ, সুয়েব আহমদ, রাজু আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিক মিয়া, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজু মিয়া, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ রুম্মান প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: