সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, এনডিইউ, পিএসসি, এমফিল।
সাক্ষাৎকালে সেনা প্রধান চীন সফরের অভিজ্ঞতা ও অর্জন সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
উল্লেখ্য, সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি দেশের মানুষকে গভীরভাবে চিন্তিত করে তুলছে। এছাড়াও গতকাল প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদের সাথে গুলশানের তাঁর ব্যক্তিগত বাসভবনে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।