
বুধবার ৬ আগস্ট রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী।
আজ (বুধবার) থেকে ৪১ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে।
দিনটি উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় বাদ জোহর শিরনি বিতরণ। বাদ আসর দরগাহই হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজারে মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ করেছেন।
দিনটি উপলক্ষে বাদ মাগরিব রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের “মাহবুব ভবন” এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়া করতে অনুরোধ করেছেন। ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে বাদ আসর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে তিনি প্রতিনিয়ত জুম্মার নামাজ আদায় করতেন।