মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
প্রেস বিজ্ঞপ্তি, র্যাব এর যৌথ অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বাদীর এজাহার সূত্রে জানা যায় যে, ইং ১৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.৪৫ ঘটিকার সময় ধৃত আসামী মোঃ ফরিদুল ইসলাম (১৯) নীলফামারী জেলার ডিমলা থানাধীন দোহলপাড়া গ্রামস্থ ভিকটিমের বসতবাড়ীতে তার শয়নঘরে সুকৌশলে প্রবেশ করে এবং ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে আশপাশ হতে লোকজন আসলে আসামী মোঃ ফরিদুল ইসলাম (১৯) উক্ত ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মাতা বাদী হয়ে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ-১৪/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১)। ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-১, সিপিসি-১, উত্তরা এর যৌথ আভিযানিক দল ইং ১৮/১০/২০২৫ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার বাড্ডা থানাধীন দক্ষিণ বাড্ডা তিতাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং পলাতক আসামী মোঃ ফরিদুল ইসলাম (১৯), পিতা মোঃ ইউনুস আলী, সাং-পর্ব ছাতনাই, থানা-ডিমলা, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। দ্রুত আসামীকে পরবর্তী কার্যক্রমের জন্য নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।