
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের ৫২৭টি থানার অফিসার ইনচার্জ ওসি কে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এতে নীলফামারী জেলার ৬ থানায় নতুন ওসি বদলি করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়।
পদায়নকৃত ওসিরা হলেন, নীলফামারী সদর থানায় জিল্লুর রহমান, ডোমার থানায় মো. হাবিবুল্লাহ, ডিমলা থানায় শওকত আলী সরকার, জলঢাকা থানায় নাজমুল আলম, কিশোরগঞ্জ থানায় লুৎফর রহমান ও সৈয়দপুর থানায় রেজাউল করিম। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে থানার সংখ্যা ৬৩৯টি। এরমধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭, মেট্রোপলিটন এলাকায় ১১০। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না বলে জানায় সূত্রটি।
সূত্রমতে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের মধ্যে- ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানা, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ থানা, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানা, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানা, রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানা এবং ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। পাশাপাশি মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা।



